রোববার (১৬ মার্চ) সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তন্যা খামার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে তন্যা খামারপাড়া এলাকায় সন্তু লারমার পিসিজেএসএস’র সদস্যরা ইউপিডিএফ’র তিনজন কালেক্টরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থলে ইউপিডিএফ’র সাব পোস্ট পরিচালক ও কালেক্টর নির্মল চাকমা গুলিতে নিহত হন। তবে ইউপিডিএফ’র অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন বলেন, আমিও ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশাগুলো মহাসড়ক থেকে যেসকল ফিডার রোড রয়েছে সেসব ফিডার রোডে অবস্থান নেবে এবং মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে যাত্রী ওঠানামা করবে। এজন্য তিনি অটোরিকশাচালক এবং যাত্রীদেরও সহযোগিতা কামনা করেন। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers