প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
বুধবার (১৯ মার্চ) হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে শফিকুর রহমান এই মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “যে সমাজে দুটি বিষয় নিশ্চিত হয়, সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সঙ্গে দাঁড়াতে পারে। একটি উন্নত শিক্ষা, আরেকটি সামাজিক ন্যায়বিচার। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে দুটি বিষয়ই চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায়বিচার নির্বাসিত, আর শিক্ষাব্যবস্থাও ভাঙাচোরা। না আছে এর নৈতিক ভিত্তি, না আছে বৈশ্বিক মান।”
তিনি আরও বলেন, “সমাজের অনেক জায়গায় সমস্যা রয়েছে, তবে বিচারব্যবস্থা সংস্কার করতে পারলে সমাজের অর্ধেক যন্ত্রণা কমে যাবে। আর বাকি অর্ধেক সমস্যা সবাই মিলে দূর করতে পারবে।”
এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম, লইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার, সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সহসভাপতি মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শফিকুর রহমানের এই মন্তব্যগুলো দেশের বিচারব্যবস্থা এবং শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাঁর মতে, একমাত্র বিচারব্যবস্থা এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের মাধ্যমে সমাজের সমস্যা সমাধান সম্ভব।