প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
গতকাল রোববার রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে একথা বলেন তিনি।
অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন, ‘ভারতে বসে বসে তিনি কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায় সে পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। তাদের বহু অবৈধ অর্থ এবং তাদের আরও সাহায্যকারী দেশ আছে তারাও নানা ভাবে অর্থ বিত্ত জোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছেন।’
এ বছরের শেষ দিকে নির্বাচন করায় প্রধান উপদেষ্টার আশ্বাসের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘বিএনপি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সফল নির্বাচনের অপেক্ষা করছে। নির্বাচনের মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর হতে পারে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য অভিযোগ করে বলেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশে শান্তি চায় না।
স্বৈরাচারের দোসরেরা তাদের দুর্নীতির অর্থ দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যয় করছে বলেও অভিযোগ করেন তিনি।