তিনি জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ফের চালু হতে যাচ্ছে, যার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে চাল সরবরাহ করা হবে।
আলী ইমাম মজুমদার বলেন, “আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস ধারাবাহিকভাবে চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচিটি স্থগিত থাকবে। পরবর্তীতে ফেব্রুয়ারি ও মার্চে আবার চাল বিতরণ শুরু হবে।”
সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বন্যার প্রভাব মোকাবেলায় প্রস্তুতি হিসেবে আগামী সময়ে ৪ লাখ মেট্রিক টন চাল সরকারি ব্যবস্থাপনায় আমদানি করা হবে। এছাড়া বেসরকারি খাতে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে মৌলিক খাদ্য সামগ্রীর নিশ্চয়তা প্রদান এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি আরও জোরদার হবে।
#খাদ্যবান্ধব_কর্মসূচি #চাল_বিতরণ #দরিদ্র_পরিবার #খাদ্যনিরাপত্তা #বাংলাদেশ #আলী_ইমাম_মজুমদার #সরকারি_কর্মসূচি #বন্যা_প্রভাব #সচিবালয়
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers