রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন,
“গণ-অভ্যুত্থানে শহীদরা যেমন জাতীয় বীর, ঠিক তেমনি গত ১৬ বছরে যারা গণতন্ত্র রক্ষার জন্য প্রাণ দিয়েছেন, তারাও জাতীয় বীরের মর্যাদা পাবেন।”
তিনি অভিযোগ করেন,
“জুলাই বিপ্লবে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। এটা দুঃখজনক।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সালাহউদ্দিন বলেন:
“ফ্যাসিবাদ যেন আর মাথা না তুলতে পারে—এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্রের শত্রুদের রুখে দিতে হবে।”
সামাজিক ও রাজনৈতিক সংস্কারে দৃষ্টিভঙ্গির পরিবর্তনকে জরুরি উল্লেখ করে তিনি বলেন:
“শুধু কাঠামোগত পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন, তাদের মানসিকতা বদলানো জরুরি। নয়তো মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।”
#সালাহউদ্দিনআহমদ #গণতন্ত্র #জাতীয়বীর #BNPপরিবার #রাজনৈতিকসংস্কার #জুলাইবিপ্লব #ফ্যাসিবাদ #বাংলাদেশরাজনীতি
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers