মুম্বাইয়ে জুহুর আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাকেশ পাণ্ডের।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শাস্ত্রী নগর শ্মশানে রাকেশ পাণ্ডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবার ও ঘনিষ্ঠেরা। রাকেশের পরিবারে তিন সদস্য— স্ত্রী, কন্যা, ও নাতনি।
১৯৬৯ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘সারা আকাশ’ ছবির মাধ্যমে অভিনয়ের সফর শুরু করেছিলেন রাকেশ পাণ্ডে। এই ছবি থেকেই তার পরিচিতি পাওয়া শুরু। এমনকি এই ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তিনি।
বড় পর্দায়ে অভিনয় শুরু করার আগে মঞ্চাভিনেতা ছিলেন তিনি। পুণেতে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান পিপল’স থিয়েটার অ্যাসোসিয়েশন-এর সদস্যও ছিলেন অভিনেতা। ২০২৩-এর ছবি ‘সুদর্শন চক্র’ ছবিতে রাকেশ পাণ্ডেকে শেষ দেখা গিয়েছিল।
এ ছাড়াও বলিউড ছবি ‘ইন্ডিয়ান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বেটা হো তো অ্যায়সা’, ‘চ্যাম্পিয়ন’, ‘অমর প্রেম’, ‘হিমালয় সে উঁচা’-তে অভিনয় করেছেন। ‘ছোটি বহু’, ‘পিয়া বিনা’, ‘দেবী’, ‘পেয়ার কে দো নাম- এক রাধা এক শ্যাম’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers