মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি। তবে, যারা রমজান মাসে যেতে ইচ্ছুক ছিলেন, কিন্তু ভিসা পাননি, তারা আগামী জুলাই মাসে ওমরা পালনের জন্য যেতে পারবেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, যারা ওমরা যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেও ভ্রমণ করতে চাইছেন না, তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। সৌদি এয়ারলাইন্সও একই কথা জানিয়েছে।
তিনি জানান, এবারে অনেক বেশি সংখ্যক ওমরা যাত্রী সৌদি আরবে গেছেন, তাই ভিসা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সৌদি দূতাবাসের পক্ষ থেকে ভিসা ইস্যুতে কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।
ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসী গাবার্ডের মন্তব্যের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, "তাদের দাবি সঠিক নয়, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।"
এছাড়া, দেশে ইসলামোফোবিয়া বিষয়ে প্রশ্নে তিনি বলেন, “এটা সঠিক নয়।"
এই বার্তা থেকে পরিষ্কার হয়ে গেছে যে, সৌদি কর্তৃপক্ষ ওমরা ভিসা নিষিদ্ধ করেনি এবং বাংলাদেশিদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers