ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০২ জুলাই ২০২৫
আপডেট : ০২ জুলাই ২০২৫
বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন,
“চাল আমদানি হয়েছে, ফলনও ভালো, মজুত পর্যাপ্ত—তবু বাজারে অস্বাভাবিক দাম। এর পেছনে কারসাজি রয়েছে। সচেতনতা তৈরি করতে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,
“আমরা দুর্নীতির লাগাম টানতে না পারলেও কেউ ছাড় পাবে না। চালের বাজার যারা অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি জানান, সরকার কোল্ড স্টোরেজ খাতে নজর দিচ্ছে, বিশেষ করে সোনালি মুরগির দাম বৃদ্ধির প্রেক্ষিতে। তিনি বলেন,
“বাজারে মুরগির দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এজন্য কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনায় সংস্কার করা হচ্ছে।”
বাজার নিয়ন্ত্রণ ছাড়াও পরিবেশ ও কৃষিতে চলমান প্রকল্পগুলো নিয়ে বলেন,
“জুনের মধ্যে শেষ হওয়া প্রকল্পগুলোর কৃষকদের জন্য কতটা উপকার বয়ে আনবে, তা নিয়ে আলোচনা হয়েছে। বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খননের বিষয়েও অগ্রগতি হচ্ছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুরাদনগরে নারী নির্যাতন ইস্যুতে তিনি বলেন,
“ঘটনার পরপরই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কঠোর নজরদারিতে আছি।”
#চালবাজার #জাহাঙ্গীরআলমচৌধুরী #স্বরাষ্ট্রউপদেষ্টা #খাদ্যনিরাপত্তা #চালেরদাম #বাংলাদেশঅর্থনীতি #মুরাদনগর #নারীনির্যাতন #খালখনন #সরকারিপ্রকল্প