প্রজ্ঞাপনে বলা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী ২০১৮ সালের ২৮ অক্টোবর ইসির মাধ্যমে প্রকাশিত জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে দলটির নিবন্ধন এবং তাদের দাঁড়িপাল্লা প্রতীক পুনরায় বহাল করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট, জামায়াতের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে হাইকোর্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে। এরপর দলটির প্রতীক এবং নিবন্ধন ইসি বাতিল করে দেয়।
২০১৬ সালে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়, দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচারের প্রতীক হিসেবে শুধুমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহারযোগ্য। এরপর ২০১৭ সালের ৮ মার্চ এক গেজেটের মাধ্যমে জামায়াতের জন্য নির্ধারিত 'দাঁড়িপাল্লা' প্রতীক নির্বাচনী প্রতীক তালিকা থেকে বাতিল করা হয়।
দীর্ঘদিনের আইনি লড়াই ও নিবন্ধনসংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে দলটি আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেল। নির্বাচনী প্রতীক ফেরত পাওয়ার মাধ্যমে জামায়াত তাদের ঐতিহ্যবাহী পরিচয়ে ফিরে এলো।
#জামায়াতে_ইসলামী #নিবন্ধন_ফেরত #দাঁড়িপাল্লা_প্রতীক #নির্বাচন_কমিশন #বাংলাদেশ_রাজনীতি #JamaatEIslami #EC_Bangladesh #দলীয়_নিবন্ধন #রাজনৈতিক_প্রত্যাবর্তন
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers