বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর গাবতলী গরুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‘উইন-উইন পরিস্থিতি দরকার’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "কোরবানির হাটে এমন পরিবেশ থাকা উচিত যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়েই সন্তুষ্ট থাকে। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে, ক্রেতারা বিক্রেতাদের তুলনায় বেশি খুশি।"
তিনি আরও বলেন, "আগে দুর্নীতির টাকা দিয়ে বড় গরু কেনা হতো। এখন দুর্নীতিবাজরা নেই, দুর্নীতির টাকাও নেই। ফলে বড় গরুর বিক্রিও কম।"
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিয়েও কথা বলেন উপদেষ্টা
একইদিন কাফরুল থানা ও মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সবার সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”
চন্দ্রা এলাকায় যানজট প্রসঙ্গে তিনি বলেন, “কোরবানির পশুবাহী গাড়ির কারণে কিছুটা জট তৈরি হচ্ছে। তবে পুলিশ সক্রিয় রয়েছে, আইজিপি নিজেই বিষয়টি তদারকি করছেন।”
#ঈদউলআজহা #গরুরহাট #দুর্নীতি #স্বরাষ্ট্রউপদেষ্টা #আইনশৃঙ্খলা #জানজট #গাবতলীহাট #বাংলাদেশনিউজ
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers