ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫
আপডেট : ০৯ জুলাই ২০২৫
আজ (বুধবার) রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে ইউভিইডির একটি চার সদস্যের প্রতিনিধি দল এ তালিকা জমা দেয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউভিইডির মুখ্য আহ্বায়ক ও সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, যিনি নিজেও একসময় গুমের শিকার হয়েছিলেন।
বৈঠকে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ইউভিইডির সদস্যদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
নিখোঁজ ২০০ জনের তালিকা জমা
তাদের বর্তমান অবস্থান শনাক্তে সহায়তা চাওয়া
ফিরে আসা গুমভুক্ত ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ
দায়িত্বশীলদের বিচারিক জবাবদিহি
গুম প্রতিরোধে আইন প্রণয়ন ও প্রয়োগ জোরদার
ইউভিইডির পক্ষ থেকে বলা হয়, এই তালিকা হচ্ছে রাষ্ট্রের সহায়তায় নিখোঁজদের খুঁজে বের করার জন্য একটি মানবিক আবেদন। গুম হওয়া ব্যক্তিদের পরিবার যেন ন্যায্যতা ও ন্যায়বিচার পায়, সেটাই তাদের মূল লক্ষ্য।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন:
“আইনসঙ্গত কাঠামোর মধ্যে থেকেই নিখোঁজদের বিষয়ে তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
কমিশনের অন্য সদস্যরা হলেন:
মানবাধিকারকর্মী মো. নুর খান
সাবেক জেলা জজ মো. সাজ্জাদ হোসেন
গবেষক ও আইন বিশেষজ্ঞ ড. নাবিলা ইদ্রিস
#গুম #নিখোঁজ #গুম_তদন্ত_কমিশন #ইউভিইডি #মানবাধিকার #জবাবদিহি #BangladeshDisappearances #EnforcedDisappearances