ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০২ জুলাই ২০২৫
আপডেট : ০২ জুলাই ২০২৫
বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
জাপান সরকার ৬৯৫ মিলিয়ন ইয়েন (প্রায় ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ কোটি ৫৬ লাখ টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই অর্থ দিয়ে—
ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার করা হবে
নারী, যুব ও প্রতিনিধিত্ববঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণ উৎসাহিত করা হবে
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে
ইসির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানো হবে
সিইসি বলেন,
“এই চুক্তি আমাদের কার্যব্যবস্থাকে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে সহায়তা করবে।”
বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন,
“বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান দেশটির অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সমর্থন অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন,
“এই সহায়তা জাপান-বাংলাদেশ বন্ধুত্বের প্রতীক এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি, মানবিক নিরাপত্তা ও গণতান্ত্রিক উন্নয়নের প্রতিশ্রুতির অংশ।”
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন,
“জাপানের এই অনুদান আমাদের যৌথ লক্ষ্যে—একটি বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন—নতুন শক্তি যোগ করেছে।”
#জাতীয়নির্বাচন২০২৫ #জাপানসাহাযতা #ইসি #UNDP #নির্বাচনীসহায়তা #BallotProject #CEC #ভোটারশিক্ষা #শান্তিপূর্ণনির্বাচন