ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ মে ২০২৫
আপডেট : ২৪ মে ২০২৫
তিনি বলেছেন,
“আমরা আমাদের কাজ শেষ না করে কোথাও যাচ্ছি না।”
শনিবার (২৪ মে) একনেক বৈঠক শেষে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠতেই ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিষ্কার করেন,
“তিনি (ড. ইউনূস) বলেননি তিনি চলে যাবেন। বরং বলেছেন— আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তার পথে নানা প্রতিবন্ধকতা রয়েছে। তবে আমরা বাধা অতিক্রম করে সামনে এগোব।”
পরিকল্পনা উপদেষ্টা বলেন,
“আমরা কেউই স্বপ্রণোদিত হয়ে এখানে আসিনি। আমাদের একটি জাতীয় দায়িত্ব দেওয়া হয়েছে এবং তা থেকে সরে আসার প্রশ্নই আসে না।”
তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতিতে কী কী বাধা ও সমস্যা সৃষ্টি হচ্ছে, তা চিহ্নিত ও সমাধানের উপায় খোঁজা হয়েছে।
রাজনৈতিক দল, প্রশাসন, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন,
“গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তি এবং সব রাষ্ট্রীয় সংস্থাকে আমরা আহ্বান জানাই— আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করুন। এটা আমাদের একার দায়িত্ব নয়।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি উপদেষ্টা।
তবে রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের অবস্থান ও উদ্দেশ্য স্পষ্ট করেছেন তিনি।
✅ প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না
✅ উপদেষ্টারা দায়িত্ব থেকে সরে আসছেন না
✅ মন্ত্রণালয়গুলোর অগ্রগতিতে বাধা চিহ্নিত করা হচ্ছে
✅ জাতীয় দায়িত্ব পালনে রাজনৈতিক ও রাষ্ট্রীয় সহযোগিতা কামনা