শুক্রবার (২০ জুন) পটুয়াখালী জেলা সার্কিট হাউসে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ভূমি কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা দেন উপদেষ্টা।
বেদখল খাসজমি দ্রুত উদ্ধার করতে হবে।
জাল দলিল তৈরি ও প্রভাব খাটিয়ে দখল হওয়া জমির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
খাসজমির মালিক সরকার, দেখভাল করবেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
যেখানে গাফিলতি বা অবহেলা থাকবে, সেখানেই জবাবদিহি নিশ্চিত করা হবে।
“কারো মুখের দিকে তাকাবেন না। খাসজমি উদ্ধারে এখনই পদক্ষেপ নিতে হবে। এগুলো জনগণের সম্পদ, দখলে থাকলে জনগণের অধিকার ক্ষুণ্ন হয়।”
তিনি আরও বলেন:
“দেখা যাচ্ছে কেউ জাল দলিল বানিয়ে খাসজমি দখল করছে, আবার কেউ প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি আত্মসাৎ করছে। এসব আর চলবে না।”
আবু হাসনাত মোহাম্মদ আরেফীন – জেলা প্রশাসক, পটুয়াখালী (সভাপতিত্ব করেন)
উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ
এসিল্যান্ড ও সহকারী কমিশনার (ভূমি)
জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers