ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,
“মালয়েশিয়ার পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি। তবে সরকারি পর্যায়ে বাংলাদেশ কোনো মেসেজ এখনো পায়নি।”
তিনি আরও বলেন,
“তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাই ফেরত পাঠানো হয়েছে। এতে ‘জঙ্গি সংশ্লিষ্টতা’ আছে—এমন কোনো প্রমাণ বাংলাদেশ সরকারের হাতে নেই।”
স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, বর্তমানে বাংলাদেশে কোনো সক্রিয় জঙ্গি তৎপরতা নেই।
তিনি বলেন,
“আপনাদের (গণমাধ্যম) সহযোগিতায় জঙ্গি নির্মূল হয়েছে। গত ১০ মাসে কেউ কোনো তথ্য দেননি। কারণ, এখন আর জঙ্গি নেই।”
প্রসঙ্গত, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের সাম্প্রতিক কর্মবিরতির ফলে রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছিল। এই প্রেক্ষিতে কার্গো ভিলেজ পরিদর্শনে যান উপদেষ্টা।
তিনি জানান,
“রপ্তানি কার্যক্রম কীভাবে বিঘ্নিত হয়েছে এবং বর্তমানে তা কতটা সচল—তা সরেজমিনে দেখতে এসেছি।”
#MalaysiaDeportation
, #JahangirAlamChowdhury
, #BangladeshTerrorism
, #CargoVillage
, #ShahjalalAirport
, #NBRStrike
, #JihadiClaim
, #MalaysianPolice
, #BangladeshSecurity
, #NoMilitants