ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
আপডেট : ২৬ জুলাই ২০২৫
তবে তিনি আশ্বাস দিয়েছেন, "নির্বাচনের আগেই আরও অনেক অস্ত্র উদ্ধার হবে", এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষা করা হবে।
“আমরা সব অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে পারিনি। তবে নির্বাচনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হবে।” — স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন, তাহলে বিভ্রান্তি ছড়ানো যাবে না। কিছু স্বার্থান্বেষী মহল সবসময় সমস্যা তৈরি করতে চায়।”
অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডে প্রকৃত আসামি ২০ জন হলেও ২০০ জনকে আসামি করা হয়।
এর ফলে তদন্তে সময় বেশি লাগে এবং নিরীহরা হয়রানির শিকার হন।
উপদেষ্টা বলেন, “নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়, সেদিকে আমাদের সর্বোচ্চ সতর্কতা রয়েছে।”
“আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। রাজনৈতিক দলের কাজ জনগণের কাছে গিয়ে ভোট আদায় করা। আমাদের সঙ্গে কোনো দলের বিরোধ নেই।”
— স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ
তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার
ইসরাত জাহান, সিনিয়র পুলিশ কর্মকর্তা
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে সরকারের আইনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার যেমন স্পষ্ট, তেমনি অস্ত্র উদ্ধার ও তদন্তে গড়িমসির স্বীকারোক্তিও নজরকাড়া। রাজনৈতিক দলগুলোকে সহনশীলতা এবং মিডিয়াকে দায়িত্বশীলতার আহ্বান নির্বাচনের আগে বাড়তি গুরুত্ব পেয়েছে।