ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে আয়োজিত এ মন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী সম্মেলনের মূল বিষয় ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন। জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বর মাসে গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১-এর ভিত্তিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সম্মেলনে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করবেন এবং দ্বিরাষ্ট্র সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, ফিলিস্তিনের সংকট শান্তিপূর্ণভাবে সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টার এই মঞ্চে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।
#Bangladesh #ForeignPolicy #UnitedNations #PalestineCrisis #TwoStateSolution #MdTouhidHossain #NewYork #InternationalConference #Diplomacy #HumanitarianCrisis
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers