ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫
আপডেট : ১৩ জুলাই ২০২৫
তিনি বলেন,
“পুলিশ কাউকে প্রশ্রয় দেবে না। অপরাধীর পরিচয়, দল বা প্রভাব বিবেচনায় নয়—আইনই সবার উপরে।”
রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি জানান:
মাদক, খুন, ছিনতাই, নারী নির্যাতন, অপহরণ, মব সহিংসতা ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িতদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
“পরিস্থিতি অনুযায়ী, চিহ্নিত অপরাধী ধরতে চিরুনি অভিযান শুরু হবে। এর জন্য জনসাধারণের সহযোগিতাও প্রয়োজন।”
সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান,
“এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
অন্যদিকে খুলনার এক হত্যাকাণ্ডে একজন আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন,
“সরকার জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই।”
#চিরুনি_অভিযান #অপরাধ_দমন #আইনশৃঙ্খলা #স্বরাষ্ট্র_মন্ত্রণালয় #জাহাঙ্গীর_আলম_চৌধুরী #মাদক_বিরোধী_অভিযান #মিটফোর্ড_হত্যা #বাংলাদেশ_নিরাপত্তা #সংবাদবাংলা