শনিবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সুজন জেলা শাখার আয়োজনে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম আরও বলেন, “রাজনৈতিক দলগুলো মৌলিক কিছু বিষয়ে ঐকমত্যে এসে জাতীয় সনদ তৈরি করে স্বাক্ষর করলে, ভবিষ্যতে নির্বাচন থেকে যে সরকার গঠন হবে তাতে স্বৈরাচারের পুনরুত্থান ঠেকানো সম্ভব হবে। এখন এক সাগর রক্তের বিনিময়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে।”
অনুষ্ঠানে সুজন কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সুজনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলসহ আরও অনেকে বক্তব্য দেন।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হক এবং তার পরিবারের চারটি ব্যাংক হিসাবে থাকা মোট ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers