বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টা ৩০ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি এই খবর জানান।
পোস্টে শফিকুল আলম লেখেন:
“এটা আমার জন্য বড় খবর। ‘বাংলাদেশ বিপ্লব’ এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য ‘অনারেবল মেনশন’ পেয়েছি।”
তিনি ওই পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করেন যেখানে দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া (SOPA) অ্যাওয়ার্ড ২০২৫-এর স্বীকৃতিপত্র দেখা যায়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ২০২৪ তারিখে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন, তখন শফিকুল আলম ছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP (Agence France-Presse)-এর বাংলাদেশ ব্যুরো প্রধান।
সেদিন বিকেলেই তিনি দেশত্যাগ সংক্রান্ত ব্রেকিং নিউজ দেন, যা দেশ-বিদেশে আলোচনার ঝড় তোলে।
#শেখহাসিনা #দেশত্যাগ #প্রেসসচিব #শফিকুলআলম #AFP #SOPA2025 #বাংলাদেশবিপ্লব #আন্তর্জাতিকপুরস্কার
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers