নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'বানৌজা বিষখালী' এই অভিযান পরিচালনা করে। পরে রবিবার রাতে আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান,
“আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
আটক জেলেদের ট্রলার থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৯০০ কেজি মাছ জব্দ করা হয়। মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,
“জব্দকৃত মাছ নিলামে ২ লাখ ১৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”
আটককৃতরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা।
প্রসঙ্গত, এর আগেও গত ১৪ জুলাই একই এলাকা থেকে আরও ৩৪ জন ভারতীয় জেলে আটক করেছিল নৌবাহিনী।
বাংলাদেশের জলসীমায় বারবার ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ও মাছ শিকার আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উত্তেজনার কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers