বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বেতাগী পৌর শহরের নাভানা ডায়াগনস্টিক মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হয় দুপুর ১টায়। এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ সুজন শাহরিয়ার।
প্রধান নির্বাচন কমিশনার: মোঃ সালে মাহমুদ সুমন শরীফ
সহকারী কমিশনার: মাওলানা মুহাম্মদ আবু হাসান ও মোঃ শহিদুল ইসলাম মধু খান
সহ-সভাপতি: মোহাম্মদ মাহবুব আলম
কোষাধ্যক্ষ: মোহাম্মদ বেলাল হোসেন
সাংগঠনিক সম্পাদক: মোঃ আপন হাওলাদার
দপ্তর ও প্রচার সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ
পরিদর্শন সম্পাদক ও সদস্য: মোহাম্মদ আল মামুন জমাদ্দার
সাত সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনস্বাস্থ্যবান্ধব করে গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।"
#বেতাগী #হাসপাতালনির্বাচন #প্রাইভেটহাসপাতাল #স্বাস্থ্যসেবা #নির্বাচন২০২৫ #স্থানীয়সংবাদ #BangladeshHealth
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers