বক্তারা অভিযোগ করেন, লিটনের বিরুদ্ধে সাজানো মাদক মামলায় ফরমায়েশি মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে, যা রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল। তারা সরকারের কাছে আবেদন জানান, অবিলম্বে এই রায় স্থগিত করে লিটনকে নিঃশর্ত মুক্তি দিতে। এছাড়া, না দিলে কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।
মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবদল ও ছাত্রদলের নেতারা।
পটভূমি:
২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর লিটনসহ ২ জনকে ১ কেজি হিরোইনসহ গ্রেফতার করা হয়। ২০২৩ সালের ৫ অক্টোবর একমাত্র লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়, অন্য দুই আসামী খালাস পান।
আসুন, আমরা সবাই শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে একযোগে দাঁড়াই এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সোচ্চার হই।
#মুক্তিলিটন #বিক্ষোভ_জাফলং #ন্যায়_চাই #রাজনৈতিক_অন্যায় #বিএনপি
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers