হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
আপডেট : ২৬ জুলাই ২০২৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় একটি ফুড গোডাউনে অভিযান চালিয়ে ১০ কেজি ৮৩৮ গ্রাম ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে দর্শনা পৌর এলাকার আজমপুর পাকা রাস্তার পাশে এ অভিযান পরিচালিত হয়।
এসময় রাজিউল ইসলাম (৩৭) এবং সাগর আলী (২১) নামের দুইজনকে আটক করা হয়। রাজিউল দর্শনা পুরাতন বাজার পাড়ার ইকরামুল হকের ছেলে এবং সাগর দর্শনা আনোয়ারপুরের জামাল উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত রুপার বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৫১ হাজার ৯৫৮ টাকা। অভিযানে বিজিবির একটি সশস্ত্র চৌকস দল অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এই চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় গোডাউন থেকে পালানোর চেষ্টাকালে রাজিউল ও সাগরকে ধাওয়া করে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী গোডাউন তল্লাশিতে একটি কাগজের কাটুনে মোড়ানো ১১টি প্যাকেটে রুপা পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
#চুয়াডাঙ্গা #দর্শনা #রুপা_পাচার #বিজিবি #সীমান্ত_অভিযান #ভারতীয়রুপা #চোরাচালান #OnlineNews #BreakingNewsBD #খবর