দুর্গেশ সরকার, গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫, ১০:৫৪ এএম
আপডেট: শনিবার, ৩১ মে ২০২৫, ১০:৫৪ এএম
পাহাড়ি ঢলের পানির কারণে জাফলং ডাউকি নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় জাফলং পর্যটন স্পটের অস্থায়ী স্থাপনা সরানোর কাজ শুরু হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারতীয় উজান চেরাপুঞ্জিতেও বৃষ্টি হচ্ছে, তবে স্বাভাবিক মাত্রায়। আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তিনি জানান, নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে এবং উপজেলা প্রশাসন প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেছে।
এদিকে, শুক্রবার সকালে গোয়াইনঘাট-রাধানগর সড়কের কিছু অংশ প্লাবিত হওয়ায় যান চলাচলে কিছু বাধা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, বন্যায় গবাদিপশু ও মৌসুমি পশুপালনেও ঝুঁকি রয়েছে, বিশেষ করে কোরবানির ঈদ সামনে রেখে পশু পালনকারীদের জন্য এটি ভোগান্তির কারণ হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি জানিয়েছেন, ভারী বর্ষণ ও পানি বৃদ্ধির কারণে সবজি ও আউশ ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।
জাফলং পর্যটন স্পটের টুরিস্ট পুলিশের ওসি শাহাদাৎ হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সবাইকে টুরিস্ট পুলিশ ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
#গোয়াইনঘাট #পাহাড়িধল #বন্যা #জাফলং #বর্ষা #পানি_বৃদ্ধি #সড়ক_জলাবদ্ধতা #পর্যটন #প্রশাসন #কৃষি #বন্যা_প্রবণ_এলাকা