বিপ্লর তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:৫২ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:৫২ এএম
এতে অন্তত দুই জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারী গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় ও সমতলে সমগণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং পাহাড়ের বৃদ্ধমান সমস্যার সমাধান দাবিতে সদর উপজেলা পরিষদ এলাকা থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপ বিক্ষোভ মিছিল বের করে। অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ চেঙ্গী স্কয়ারে সরকারের পতনের বর্ষপূর্তির আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইউপিডিএফ প্রসীত পক্ষের দাবি, ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ তাদের এক নারী সদস্যকে গুলি করে আহত করেছে। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক পক্ষ গুলির অভিযোগ অস্বীকার করেছে। ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে ইউপিডিএফ গণতান্ত্রিক পক্ষ ধাওয়া দেয় এবং গুলি ছুঁড়ে।” অন্যদিকে, ইউপিডিএফ গণতান্ত্রিকের ছাত্র বিষয়ক সম্পাদক অমর চাকমা গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ ঘটনার পর অতিরিক্ত মোতায়েন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
#খাগড়াছড়ি #ইউপিডিএফ #ধাওয়া_পাল্টা_ধাওয়া #গোলাগুলি #আহত #বাংলাদেশ #পুলিশ_মোতায়েন #সংঘর্ষ