বুধবার সকালে খাগড়াছড়ি সদর জোনের হলরুমে এসব সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম নিজ হাতে সুবিধাবঞ্চিতদের মাঝে এসব উপহার তুলে দেন।
আয়োজকরা জানান, মোট ১৪টি পরিবারকে আর্থিক অনুদান বাবদ ১ লাখ ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি এক পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয় এবং ৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সেনাবাহিনী আর্থ-সামাজিক উন্নয়ন, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
#খাগড়াছড়ি #সেনাবাহিনী #মানবিকসহায়তা #অর্থসাহায্য #খাদ্যসহায়তা #সেলাইমেশিন #পার্বত্যচট্টগ্রাম #সামাজিকউন্নয়ন #সম্প্রীতি #সহাবস্থান
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers