প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
আপডেট : ২৭ জুলাই ২০২৫
এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল, স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSOs)-সমূহকে ওপেন-সোর্স ডেটা ব্যবস্থাপনা ও অ্যানালিটিক্স টুলস ব্যবহার শেখানো এবং টেকসই উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন:
ইঞ্জিনিয়ার জিয়ান
ইঞ্জিনিয়ার ফাইম ফিরোজ
তারা ডেটা ব্যবস্থাপনার আধুনিক কৌশল, ওপেন সোর্স অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের ব্যবহার, এবং তথ্য বিশ্লেষণের প্রাথমিক ও মাঝারি স্তরের প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন:
শামসুল হক, জেলা সমন্বয়কারী, সুশীল প্রকল্প
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা প্রেসক্লাব
ফজলুল হক খান, প্রধান নির্বাহী, রানি এনজিও ও জেলা হাব সভাপতি
সিএসও হাব নওগাঁ, সাপাহার ও নিয়ামতপুর-এর সদস্যবৃন্দ
প্রশিক্ষণার্থীরা জানান, এই ধরনের কর্মশালা তাদের জন্য খুবই সময়োপযোগী এবং বাস্তবভিত্তিক ছিল। বিশেষ করে যারা মাঠপর্যায়ে কাজ করেন, তাদের জন্য ডেটা ব্যবস্থাপনা ও বিশ্লেষণ শেখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই উদ্যোগের মাধ্যমে সিএসও নেতৃবৃন্দ, স্থানীয় উন্নয়ন সংগঠন ও উদ্যোক্তারা প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে আরও কার্যকরভাবে সমাজ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।
#নওগাঁ #অ্যাকশনএইড #ডেটা_ম্যানেজমেন্ট #অ্যানালিটিক্স_টুলস #SkillInspire #সুশীল_প্রকল্প #CSO_CapacityBuilding #DigitalBangladesh #OpenSourceData #DataForDevelopment #প্রশিক্ষণ #গ্রাসরুটস_ডিজিটাল_উন্নয়ন