রোববার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিডিও, একশন এইড ও ইউরোপিও ইউনিয়ন এর আয়োজনে নওগাঁ জেলা প্রেসক্লাবে রানী এনজিও'র নির্বাহী প্রধান মোঃ ফজলুল হক খান এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা জেলা প্রতিনিধি রায়হান আলম, সাধারণ সম্পাদক বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন, নিশান এনজিও'র নির্বাহী প্রধান মোঃ মাহিদুর রহমান, সুশীল প্রকল্পের জেলা সমন্বয়ক শামসুল হক।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার প্রেসক্লাবের সভাপতি ও করতোয়া ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি বাবুল আকতার, নির্বাহী সদস্য প্রদীপ সাহাসহ আরো অনেকে।
সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers