ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৯:৫৮ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৯:৫৮ এএম
হিব্রু সংবাদমাধ্যম ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এক বৈঠকে উষ্মা ও বাকবিতণ্ডা হয়। নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু পর্যন্ত বিষয়টিতে জড়িয়ে পড়েন—যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
সেনাপ্রধান জেনারেল জামির বলেন,
“গাজা পুরোপুরি দখল করলে অন্তত ২০ জন জীবিত জিম্মির জীবন হুমকির মুখে পড়বে। বাহিনীর স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি আরও বলেন,
“আপনি গাজায় আমাদের জন্য একটি ফাঁদ তৈরি করছেন।”
চ্যানেল ১২ সূত্রে বলা হয়েছে, জামিরের প্রস্তাব ছিল, গাজা শহর ও অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় পুরো দখল না করে ঘিরে রেখে ধাপে ধাপে অভিযান পরিচালনা করা হোক।
নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু, যিনি কোনো সরকারি পদে নেই, এক্স (টুইটার)-এ জামিরকে নিয়ে লেখেন:
“তিনি যেন মধ্য আমেরিকার কোনো কলার প্রজাতন্ত্রের সামরিক অভ্যুত্থানের নেতা!”
এ নিয়ে সেনাপ্রধান রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং সরাসরি বৈঠকে নেতানিয়াহুকে প্রশ্ন করেন:
“আপনার ছেলে আমাকে আক্রমণ করছে— এটা কেমন বার্তা দেয়?”
নেতানিয়াহু বলেন, “সে একজন প্রাপ্তবয়স্ক—৩৩ বছর বয়সী।”
নেতানিয়াহু চান পুরো গাজা দখল করে “সন্ত্রাস নির্মূল” করা হোক। এ নিয়ে তিনি জামিরকে বলেন:
“পরিকল্পনা সংশোধন করে আবার মন্ত্রিসভায় উপস্থাপন করুন।”
জবাবে সেনাপ্রধান জানান, তিনি পরিকল্পনা ইতিমধ্যেই উপস্থাপন করেছেন। নেতানিয়াহুর অফিস জানায়,
“আইডিএফ মন্ত্রিসভার যেকোনো সিদ্ধান্ত কার্যকর করতে প্রস্তুত।”
ইসরায়েল বর্তমানে গাজার প্রায় ৭৫% এলাকা নিয়ন্ত্রণ করছে। পুরো গাজা দখল মানে:
প্রায় ২০ লাখ মানুষ সরাসরি ইসরায়েলি নিয়ন্ত্রণে
মানবিক সংস্থাগুলোর কার্যক্রমে বাধা
আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড়
এই পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবারের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে আসার কথা রয়েছে।
#GazaConflict #Israel #Netanyahu #IDF #MiddleEastCrisis #Palestine #GazaStrip #MilitaryTensions #IsraelPolitics #BreakingNews