শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, বিকট শব্দ হচ্ছিল। পরে এসে দেখি একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। পরে রেলওয়ের কর্মকার্তারা স্টেশন থেকে ছুটে আসে।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম বলেন, এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। দুই ট্রেনেই কোনো যাত্রী ছিল না। বাংলাবান্ধা ওয়াশফিট স্টেশনে ফিরছিল। আর ধূমকেতু ওয়াশফিট যাচ্ছিল। এ সময় এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় তেমন কিছু বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে জানা যাবে আসলে কি ঘটনা ঘটেছিল। ঈশ্বরদীতে খবর দেওয়া হয়েছে, সেখান থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বরগুনা জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস মালিক সমিতির ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি ঘোষিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বরগুনা পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলর মো. ফারুক সিকদার। সাধারণ সম্পাদক হয়েছেন জেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মো. ইকবাল হোসেন সোহাগ। ...
দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি কৃষক ইব্রাহিম হোসেন বাবু নিহত হয়েছেন। ইব্রাহিম উপজেলার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। বুধবার দুপুর ১২টার দিকে তিনি গরুর চারণের জন্য সীমান্তবর্তী গালার মাঠে গেলে ঘটনাটি ঘটে। ...
নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি মামদানি আইসিই (ICE) কর্মকর্তাদের অভিবাসী আটক ও নির্বাসনের প্রক্রিয়ায় বাধা দেন, তবে তাকে গ্রেপ্তার ও তদন্তের মুখোমুখি হতে হবে। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers