রঞ্জু আহমেদ, সখিপুর, টাংগাইল
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
শনিবার (৫ জুলাই) টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ও বহেড়াতৈল ইউনিয়নে আয়োজিত বিএনপির পৃথক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন:
“চাঁদাবাজি, দখলবাজি, তদবির বা শালিস করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিন — জনগণের সাথে প্রতারণা করলে তার চেয়েও করুণ পরিণতি হবে।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামল বাংলাদেশের জন্য ছিল এক কালো অধ্যায়।
“সরকারি হিসাবে ২৮ লাখ কোটি, আর বেসরকারি হিসাবে ৪০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ছিল না। শেখ হাসিনা দেশকে নিঃস্ব করে রেখে পালিয়ে গেছেন।”
বিএনপি নেতা বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী আটিয়া বন অধ্যাদেশ নামক ‘কালো আইন’ বাতিল করা হবে।
🔹 কাকড়াজান ইউনিয়ন বিএনপি'র সভাপতি আমির হামজা সিকদার এবং
🔹 বহেড়াতৈল ইউনিয়ন বিএনপি'র সভাপতি প্রভাষক সুরুজ্জামান সভাপতিত্বে আয়োজিত দুটি সভায় আরও উপস্থিত ছিলেন:
বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সভাপতি, সখিপুর উপজেলা বিএনপি
আ: বাছেদ মাস্টার, সাধারণ সম্পাদক
এস. এম. সবুর রেজা, সাংগঠনিক সম্পাদক
মীর আবুল হাসেম আজাদ, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি
বাবুল সিকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক
ফরহাদ ইকবাল, চেয়ারম্যান, বিআরডিবি
নাসির উদ্দিন, সদস্য সচিব, যুবদল
নূর-ই-আযম, জাহিদুল ইসলাম জুয়েল রানা সহ উপজেলা পর্যায়ের আরও অনেক নেতা।
#বিএনপি
, #আহমেদ_আযম_খান
, #সখিপুর
, #টাঙ্গাইল_রাজনীতি
, #আটিয়া_বন_অধ্যাদেশ
, #বাংলাদেশ_রাজনীতি
, #BNP2025
, #রাজনৈতিক_সংবাদ