কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
সনাতন সংঘ হ্যামট্রামিক-এর আয়োজনে এ রথযাত্রা শুরু হয় বেলমন্ট গ্যালাগার পয়েন্ট থেকে, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌছায় হ্যামট্রামিক সিটি হলের সামনে। রথযাত্রাকে ঘিরে শহরে উৎসবের আমেজ তৈরি হয়, স্থানীয় বাসিন্দারাও অংশ নেন এই ব্যতিক্রমধর্মী ধর্মীয়-সাংস্কৃতিক আয়োজনে।
রথ টানার আনন্দে অংশ নেয় শিশু, তরুণ, বৃদ্ধ সহ সব বয়সের ভক্তরা। সারা শোভাযাত্রাজুড়ে বাজতে থাকে কীর্তন, মৃদঙ্গ ও গানের সুর। রথের চাকা ঘোরার সঙ্গে সঙ্গে ছুটে বেড়ায় আবিরের রঙিন উচ্ছ্বাস, সৃষ্টি হয় এক অপার্থিব আনন্দঘন পরিবেশ। শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আয়োজক সংগঠনের এক মুখপাত্র বলেন,
“এই রথযাত্রা শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে আত্মিক সংযোগ। প্রবাস জীবনের এক গভীর অনুরণন।”
তারা আরও জানান, স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে সুশৃঙ্খল ও সফল করে তুলেছে।
সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের সমন্বয়ে গড়ে ওঠা এই রথযাত্রা হয়ে উঠেছে হ্যামট্রামিকের প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক বার্ষিক মিলনমেলা। এভাবেই রথযাত্রা পেরিয়ে যাচ্ছে দেশের গণ্ডি, ছড়িয়ে দিচ্ছে শাশ্বত ঐতিহ্যের সুবাস।
#RathYatra2025 #JagannathRathYatra #HamtramckRathYatra #MichiganRathYatra #SanatanFestivalAbroad #প্রবাসে_রথযাত্রা #JagannathFestival #USAHinduCommunity #SanatanDharma #CulturalCelebration #BanglaNewsUSA