মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় বুবলী তার ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা যায়। বিভিন্ন ভঙ্গিতে বসে এবং দাঁড়িয়ে পোজ দিয়েছিলেন তিনি। ছবির ক্যাপশনে বুবলী লেখেন, “হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?”
এই পোস্টের মাধ্যমে বুবলী শুধু তার নিজস্ব স্টাইলেই একটা নতুন বার্তা দিলেন, বরং দর্শকদের নতুন সিনেমা ‘জংলি’-র প্রতি আগ্রহও বাড়ানোর চেষ্টা করেছেন।
এম. রাহিম পরিচালিত ‘জংলি’ ছবিটি আজাদ খানের গল্পে নির্মিত হয়েছে, এবং এর চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবিটির গানগুলোর কথা, সুর এবং সংগীত করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। সিনেমাটিতে বুবলী ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
এবার বুবলীর এই ফেসবুক পোস্টের মাধ্যমে ‘জংলি’-র মুক্তির আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে গেছে, এবং ঈদের আনন্দের সঙ্গে একটি মজাদার নতুন মাত্রা যোগ হয়েছে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers