বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫
আপডেট : ২০ মে ২০২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে ভুক্তভোগী নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার ভিত্তিতে সকাল ১১টায় ডেমরার শারুরিয়ার আমতলার বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।
নোবেল ভারতীয় রিয়েলিটি শো ‘সা রে গা মা’-তে অংশ নিয়ে দুই বাংলার শ্রোতাদের কাছে পরিচিত হয়ে উঠেন। এরপর কিছু জনপ্রিয় চলচ্চিত্র ও একক গানে কণ্ঠ দেন।
তবে সংগীত ক্যারিয়ারে শৃঙ্খলা ভঙ্গ, মাদকাসক্তি এবং বিতর্কিত মন্তব্যের কারণে বহুবার আলোচনায় আসেন। একসময় গান থেকে বিরতিও নেন। ফেরার সময় জানিয়েছিলেন, “দর্শকদের আর হতাশ করব না”—কিন্তু অতীত বিতর্ক যেন পিছু ছাড়ছে না।
২০২৩ সালে শরীয়তপুরের ভেদরগঞ্জ হাইস্কুলের এসএসসি ব্যাচ ২০১৬-এর পুনর্মিলনী অনুষ্ঠানে গান না গেয়ে অগ্রিম টাকা আত্মসাতের অভিযোগের মুখে পড়েন নোবেল। ওই ঘটনায় এক লাখ ৭২ হাজার টাকা নিয়ে প্রতারণা করায় মতিঝিল থানায় মামলায় গ্রেপ্তার হন তিনি এবং একদিনের রিমান্ডেও নেওয়া হয়।
ডেমরা থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় অপহরণ, মারধর ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও মামলার অন্যান্য বিবরণ তদন্তের পর জানা যাবে আরও বিস্তারিত।
এ বিষয়ে এখনও নোবেলের কোনো আইনজীবী বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।