বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫
আপডেট : ২৪ মে ২০২৫
শুক্রবার (২৩ মে) রাতের কোনো এক সময় মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই গুণী অভিনেতা।
এনডিটিভি-র বরাতে এই মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।
মুকুল দেবের মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত তাঁর পরিবার বা ঘনিষ্ঠ সূত্র থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফলে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
তবে অভিনেত্রী দীপশিখা নাগপাল, যিনি মুকুলের ঘনিষ্ঠ বন্ধু, ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি শেয়ার করে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেন। ক্যাপশনে তিনি লেখেন,
"বিশ্বাসই করতে পারছি না। শান্তিতে বিশ্রাম নাও, বন্ধু..."
অভিনয় জীবনের শুরু: ১৯৯৬ সালে টিভি ধারাবাহিক 'মুমকিন' এ ‘বিজয় পাণ্ডে’ চরিত্রে।
জনপ্রিয়তা: ‘এক সে বাদ কার এক’ ও ‘ফেয়ার ফাংশন ইন্ডিয়া’র প্রথম সিজনের উপস্থাপক ছিলেন।
চলচ্চিত্রে অভিষেক: ‘দাস্তাক’ ছবিতে এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে।
শেষ উপস্থিতি: হিন্দি সিনেমা ‘আন্থ দ্য ইন্ড’।
অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট।
তিনি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে পাইলট প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। এই দিক থেকে বলিউডের অন্যদের চেয়ে তিনি আলাদা ছিলেন।
মুকুল ছিলেন বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।
নিজস্ব অভিনয় দক্ষতায় তিনি গড়ে তুলেছিলেন একটি স্বতন্ত্র অবস্থান। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও তার কাজ প্রশংসিত হয়েছে।
তার মৃত্যুতে সহকর্মী, পরিচালক, বন্ধু ও অগণিত ভক্ত গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মরণ করছেন মুকুল দেবের কাজ ও ব্যক্তিত্ব।
মুকুল দেবের হঠাৎ প্রস্থানে বলিউড হারাল এক বহুমাত্রিক প্রতিভাকে। তার মৃত্যু স্মরণ করিয়ে দিল—জীবন কত অনিশ্চিত। ভক্ত-সহকর্মীদের প্রার্থনা, যেন তিনি শান্তিতে থাকেন।