বুধবার (২ জুলাই) ময়মনসিংহ জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন,
“শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই। জনগণের ভোটেই প্রকৃত প্রতিনিধিত্বশীল সরকার গঠন হতে পারে।”
তিনি দাবি করেন, একটি বিশেষ গোষ্ঠী জাতীয় ঐক্য গঠনে বাধা সৃষ্টি করছে।
“জনগণ জানে—কে স্বৈরাচারের পাশে দাঁড়িয়েছে, আর কে গণতন্ত্রের জন্য বছরের পর বছর নিগৃহীত হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল ভুল বার্তা ছড়ালেও, জনগণ তাতে বিভ্রান্ত হবে না,” বলেন তিনি।
নজরুল ইসলাম খানের বক্তব্যে দুটি বিষয় উঠে আসে:
নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠার দাবি, যা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়।
জাতীয় ঐক্যের প্রশ্নে ষড়যন্ত্রের অভিযোগ, যা বর্তমান রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি সাংবিধানিক বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers