গতকাল (১৮ জুন) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর তিনি রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরে যান।
বাসায় ফেরার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন,
“মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আপাতত বাসাতেই চিকিৎসা চলবে। আলহামদুলিল্লাহ, সবার দোয়া ও আল্লাহর রহমতে ওনার শারীরিক অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল।”
তিনি আরও জানান, লন্ডনভিত্তিক দুই বিদেশি চিকিৎসক—অধ্যাপক প্যাট্রিক ক্যানিডি এবং জেনিফার ক্রস—এর পরামর্শেও চিকিৎসার কিছু দিক পরিবর্তন করা হয়েছে।
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর রাখছেন বলেও জানান ডা. জাহিদ।
গত ৬ মে লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে ফেরার পর এই প্রথম তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান। এর আগে তিনি ঢাকায় নিজের বাসভবন ‘ফিরোজা’য় চিকিৎসাধীন ছিলেন।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers