ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫০ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫০ এএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন আয়োজনের আগে অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি বিষয় বাস্তবায়নের দাবি জানিয়েছে—
১. সংস্কার ও বিচার দৃশ্যমানতা,
২. প্রশাসনের নিরপেক্ষতা, এবং
৩. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন,
“জুলাই ঘোষণাপত্রে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও, তা সম্পূর্ণ হয়নি। আমরা যে দীর্ঘদিন ধরে সরকারের কাছে তিনটি মূল দাবি জানিয়ে এসেছি, তার সবগুলো প্রতিফলিত হয়নি।”
আখতার অভিযোগ করেন,
“সরকার এখনও পর্যন্ত জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণে ব্যর্থ। ঘোষণাপত্রে ‘প্রায় এক হাজার’ বলা হলেও জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা ১,৪০০ জন। এটা শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি শহীদদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব ও স্বীকৃতির প্রতিফলন।”
তিনি বলেন,
“আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরলেও, ৪৭-এর আন্দোলন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার হত্যাকাণ্ড, কিংবা মোদিবিরোধী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘোষণাপত্রে অনুল্লেখিত রয়ে গেছে।”
আখতার বলেন,
“ঘোষণাপত্রে বলা হয়েছে, পরবর্তী সরকার এই সনদের ধারাকে সংবিধানের তফসিলে যুক্ত করবে। কিন্তু আমরা মনে করি, নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন সংবিধান প্রণয়ন করা জরুরি।”
তিনি বলেন,
“ঐকমত্য কমিশনের মধ্যে সংস্কারের বিষয়ে একমত হলেও, সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে, তা এখনো স্পষ্ট নয়। যদি ঘোষণা শুধু ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে বর্তমান সরকারের সংস্কার প্রয়াস অর্থহীন হয়ে পড়বে।”
আখতার হোসেন বলেন, এনসিপি মনে করে, ফেব্রুয়ারির নির্বাচনের সময়সূচি গ্রহণযোগ্য হলেও নির্বাচনের আগে সরকারের তিনটি দায়িত্ব রয়েছে—
✅ ১. সংস্কার ও বিচার বাস্তবায়ন দৃশ্যমান করতে হবে
✅ ২. মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে
✅ ৩. নির্বাচনের জন্য সমান সুযোগ (Level Playing Field) তৈরি করতে হবে
“এ সরকারের যাত্রা শুরু হয়েছে সংস্কার আর গণহত্যাকারীদের বিচারের লক্ষ্য নিয়ে। এখন সেই সংস্কার যদি বাস্তবায়িত না হয়, তাহলে পুরো উদ্যোগটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।” – আখতার হোসেন
এনসিপি: সরকার এখনো জুলাই শহীদের প্রকৃত সংখ্যা নির্ধারণে ব্যর্থ
৪৭ থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ অনুপস্থিত
নতুন সংবিধানের দাবি পুনরায় উত্থাপন
নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন, প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড চায় এনসিপি