বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন:
“৫ আগস্ট যদি সত্যিই জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তবে তা নভেম্বর বা জানুয়ারিতেই হোক, এতে আর দুশ্চিন্তার কিছু নেই। তারিখ জানিয়ে দিলে দেশের রাজনীতি এবং প্রশাসনিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়ে উঠবে।”
আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মঈন খান বলেন:
“এই পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে জনগণ একজন প্রার্থীকে নয়, একটি দলকে ভোট দিচ্ছে। আমাদের দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদ্ধতি কতটা গ্রহণযোগ্য হবে, তা পুনর্বিবেচনার প্রয়োজন আছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের সামাজিক কাঠামো পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থার মতো নয়, তাই PR সিস্টেম এখানে প্রয়োগ করা হলে সেটি সঠিক ফল নাও দিতে পারে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers