তারেক রহমান বলেন, 'বাংলাদেশে আট বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে দুঃখিত এবং লজ্জিত করেছে। দেশের শিশু ও নারীরা কখনোই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির শিকার হতে পারে না।' তিনি আরও বলেন, 'জাতি হিসেবে আমাদের নিজেদের দিকে তাকানো দরকার, যাতে এ ধরনের অন্যায় ঘটনাগুলো না ঘটে, এবং একটি নিরাপদ ও সমঅধিকারসম্পন্ন সমাজ নিশ্চিত করা যায়।'
তারেক রহমান বিএনপির দুটি সেল গঠনের কথা উল্লেখ করেন, যার মধ্যে একটি সেল ভুক্তভোগীদের চিকিৎসা সহায়তা দেবে এবং অন্যটি আইনি সহায়তা প্রদান করবে। তিনি জানান, সেলগুলোতে নারী চিকিৎসক ও আইনজীবীরা ভুক্তভোগী পরিবারকে বিনামূল্যে, পেশাদারভাবে সহায়তা প্রদান করবেন।
এছাড়াও তিনি বলেন, 'দেশের প্রতিটি কোণে প্রতিটি মা, বোন ও কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে শিগগির ব্যবস্থা নিতে হবে।' তারেক রহমান বলেন, 'বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথিকৃৎ দল হিসেবে বিএনপি আবারও দায়িত্ব পালনের নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি নিরাপদ, সমান ও ন্যায্য সমাজ গঠনে অবিচল থাকবে।'
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers