ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ জুলাই ২০২৫
আপডেট : ০১ জুলাই ২০২৫
মঙ্গলবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে নুরুল হক বলেন,
“বর্তমান সরকারের অনেক কর্মকাণ্ডে আমরা হতাশ। খাদের কিনারে পড়া রাষ্ট্রের পুনর্গঠনের সুবর্ণ সুযোগ ছিল। এজন্য প্রয়োজন ছিল একটি জাতীয় সরকার। কিন্তু আমরা সেই সুযোগটি হাতছাড়া করেছি।”
আলোচনা সভায় নুর বলেন,
“গণ-অধিকার পরিষদ কোনোভাবেই জাতীয় পার্টি কিংবা তথাকথিত ১৪ দলের সঙ্গে আপোস করবে না। জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত দল। তারা ইতিহাসের সবচেয়ে জঘন্য রাজনৈতিক সংগঠন।”
এর আগে গতকাল (৩০ জুন) শিক্ষার্থী-জনতার আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে চলতি জুলাই মাসে ১১ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণ-অধিকার পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে:
শহীদ স্মরণে দোয়া ও আলোচনাসভা
রাষ্ট্র সংস্কার বিষয়ে গণসংলাপ
বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে প্রচারণা
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ
নুর বলেন,
“আমাদের মূল লক্ষ্য কেবল একটি সরকারের পতন নয়, বরং একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন। এজন্য ছাত্র ও তরুণদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকে যেতে হবে।”