ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫
আপডেট : ১৩ জুলাই ২০২৫
ঘটনার দিন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলছিল এক সুরক্ষিত ভবনে। হঠাৎ করে ছয়টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বা বোমা ভবনের দরজা ও জানালায় আঘাত হানে।
ভবনের ভিতরে থাকা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছিলেন:
স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ
বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই
প্রেসিডেন্ট পেজেশকিয়ান
তারা সবাই জরুরি হ্যাচ ব্যবহার করে বেরিয়ে আসেন। তবে বের হওয়ার সময় প্রেসিডেন্টসহ কয়েকজনের পায়ে আঘাত লাগে।
সম্প্রতি মার্কিন টেলিভিশন হোস্ট টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন,
“তারা (ইসরায়েল) জানত আমরা কোথায় ছিলাম। নিশ্চিতভাবেই কেউ তথ্য ফাঁস করেছে।”
ইরানি নিরাপত্তা সংস্থাগুলো বিশ্বাস করছে, ভেতর থেকেই কেউ গুপ্তচরের মতো তথ্য সরবরাহ করেছে। এই সন্দেহ এখন চূড়ান্ত পর্যবেক্ষণে রয়েছে।
ইরান ইন্টারন্যাশনালও একই দিনে হামলার তথ্য নিশ্চিত করেছিল, যদিও সুনির্দিষ্ট অবস্থান তখনো অজানা ছিল।
২০২৫ সালের জুনে, ইসরায়েল ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায়। এতে নিহত হন:
আইআরজিসি প্রধান জেনারেল হোসেইন সালামি
ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ
সশস্ত্র বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি
ইসরায়েল জানিয়েছে, তারা রাজনৈতিক নেতাদের লক্ষ্য করেনি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন,
“আমাদের উদ্দেশ্য শাসনব্যবস্থা বদলানো নয়।”
ইরান অবশ্য চুপ করে থাকেনি। তারা ইসরায়েলের বিভিন্ন স্থানে প্রায় ৫০০ ব্যালিস্টিক মিসাইল ও ১১০০ ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায়। এতে ২৮ জন নিহত ও ৩ হাজারের বেশি মানুষ আহত হন।
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা বাতিল করেছিলেন।
ইসরায়েলও জানায়, তারা জানত না খামেনি কোথায় লুকিয়ে আছেন।
#IranPresident #IsraelIranConflict #MiddleEastTensions #MasoudPezeshkian #IranStrike #IRGC #TrumpOnIran #Khameini #IsraeliAirStrike #FarsNews