আজ (৩০ জুলাই) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সবকিছু এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে, তবে এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ।
“ডিএমপি প্রয়োজন মনে করলেই নিরাপত্তা নিশ্চিতে অভিযান পরিচালনা করতে পারে। এতে কেন্দ্রীয়ভাবে কোনো সমস্যা নেই,” — বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন,
“এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন,
“৫ আগস্ট ঘিরে কেউ গুজবে কান দেবেন না। সব বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, জনগণের জানমাল রক্ষায় সরকার সর্বোচ্চ প্রস্তুত।”
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers