ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
আদালতে আবু সাঈদ হত্যার সময়ের ভিডিও ক্লিপ উপস্থাপন করা হয়। এরপর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। সচিবের পক্ষ থেকে অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেফতারি পরোয়ানা জারি: ২৬ জন, তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, পুলিশ উচ্চপদস্থ, ছাত্রলীগ নেতাসহ প্রশাসনিক কর্মকর্তা।
কারাগারে থাকা ৪ আসামি:
সাবেক এএসআই আমির হোসেন
কনস্টেবল সুজন চন্দ্র
বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী
নিহত আবু সাঈদ ১৬ জুলাই ২০২৪ সালে রংপুরে কোটা আন্দোলনের সহ-সংগঠক ছিলেন।
নিহতের ভিডিও ছড়িয়ে পড়ে দেশব্যাপী আন্দোলনে জ্বালানি জোগায়
পরবর্তী শুনানি: ১০ জুলাই ২০২৫, যেখানে আরও বিস্তারিত বিষয় আলোচনা হবে।
#আবু_সাঈদ #আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনাল #গ্রেপ্তারি_পরোয়ানা #বেরোবি #রংপুর #কোটা_আন্দোলন #BanglaNews #AbuSaeed #ICTBangladesh #StudentMovement