ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
আপডেট : ২৬ জুলাই ২০২৫
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন। শনিবার (২৬ জুলাই) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ চারজনকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিন হাসপাতাল থেকে দুই শিক্ষার্থী—আয়ান খান (১২) এবং রাফসি (১২)—কে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৩৬ জন রোগী চিকিৎসাধীন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হলেও সংকটাপন্ন নয় (তাদের 'Caution But Risky'—CBR ক্যাটাগরিতে রাখা হয়েছে)।
আজ সকালে এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন দুজন:
মাসুমা বেগম (৩৬)
জারিফ ফারহান (১৩)
৪ জন আইসিইউতে, অবস্থা অত্যন্ত সংকটজনক
৯ জন ‘CBR’ ক্যাটাগরিতে—গুরুতর দগ্ধ, তবে স্থিতিশীল পর্যবেক্ষণে
“আজ থেকে ধাপে ধাপে ছাড়পত্র দেওয়া শুরু করেছি। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে আরও অন্তত ১০ জন রোগীকে ছাড়পত্র দিতে পারব।” — অধ্যাপক মো. নাসির উদ্দিন
তিনি আরও জানান, বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যাতে উন্নত ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়। ইনস্টিটিউটে পর্যাপ্ত ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম মজুদ রাখা হয়েছে।
#BarndPatients #BurnUnitDhaka #HealthUpdate #ZarifFarhan #MasumaBegum #BurnCareBangladesh #DhakaNews