বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি চীনের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠককে কেন্দ্র করে জোট গঠনের জল্পনা ছড়ালেও সেটিকে ভিত্তিহীন বলে অভিহিত করেন উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন,
“কুনমিংয়ের এক প্রদর্শনীর সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক হয়েছে। এটি ছিল কেবল কানেক্টিভিটি ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা—জোট গঠনের প্রশ্নই আসে না।”
ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক বিষয়ে তিনি বলেন,
“ভারতের সঙ্গে সম্পর্ক শীতল নয়, তবে এটা একধরনের রি-অ্যাডজাস্টমেন্ট। আগের সরকারের সঙ্গে যেরকম ঘনিষ্ঠতা ছিল, তা এখনকার মতো নয়। সেই সম্পর্ককে পুনর্গঠন করার চেষ্টা চলছে।”
মিয়ানমার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন,
“রোহিঙ্গা সংকট ছাড়া মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে, রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা।”
#বাংলাদেশচীনপাকিস্তান #পররাষ্ট্রনীতি #তৌহিদহোসেন #রোহিঙ্গা #ভারতবাংলাদেশসম্পর্ক #কূটনৈতিকসংবাদ
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers