ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৮:০৬ এএম
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৮:০৬ এএম
এই ঘোষণা তিনি ডিএমপি সদর দপ্তরে জাপানি সংস্থা জাইকার কারিগরি সহযোগিতা ও ডিএমপির ডিআরএসপি প্রকল্পের অধীনে আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে দেন।
কমিশনার আরও বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদার মবকাণ্ডে একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডিএমপি মবকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এর আগে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।’
তিনি স্বীকার করেন যে অতীতের কিছু ঘটনার ক্ষেত্রে পুলিশের দায়িত্বে অবহেলার কারণেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সাম্প্রতিক তিন-চার মাসে মব ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।
ডিএমপি প্রধান স্পষ্ট করে বলেন, ‘কোনো সাধারণ নাগরিক যেন নিজের হাতে আইন প্রয়োগ না করে। কেউ অপরাধী ধরতে চাইলে পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন, পুলিশই আইনশৃঙ্খলা বজায় রাখবে।’
#ঢাকা #ডিএমপি #মব #আইনশৃঙ্খলা #পুলিশ #সড়কনিরাপত্তা #জাইকা #নিরাপত্তা #বাংলাদেশ #নিয়ম_কানুন