ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:২১ এএম
আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:২১ এএম
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন,
"সবচেয়ে বেশি যেই আসনে ভোটার, সেখানে একটি আসন বাড়ানোর জন্য বলেছে কারিগরি কমিটি। আর সবচেয়ে কম যেই আসনে ভোটার, সেখান থেকে একটি আসন কমানোর প্রস্তাব এসেছে।"
তিনি আরও জানান, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে ২০২২ সালের সর্বশেষ জনশুমারির তথ্য, ভোটার তালিকা, এবং ভৌগোলিক অবস্থান বিবেচনা করা হয়েছে।
সংবিধানের ধারা ১১৯ থেকে ১২৪ অনুসারে জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। সেই অনুযায়ী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে, যাদের সুপারিশের ভিত্তিতেই প্রস্তাবগুলো তৈরি করা হয়।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন,
"সীমানা নির্ধারণে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়, ঐকমত্য ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে কমিশন সিদ্ধান্তে পৌঁছায়। এতে কোনো রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের সুযোগ নেই।"
জেলা | পূর্বের আসন সংখ্যা | প্রস্তাবিত নতুন সংখ্যা | পরিবর্তনের কারণ |
---|---|---|---|
গাজীপুর | ৫ | ৬ | ভোটার বৃদ্ধি |
বাগেরহাট | ৩ | ২ | ভোটার হ্রাস |
কমিটির প্রস্তাব নির্বাচন কমিশনে উপস্থাপন করার পর জনমত যাচাই, আপত্তি গ্রহণ ও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত হবে। ইসি জানিয়েছে, আগামি সাধারণ নির্বাচনের আগেই এই পুনর্বিন্যাস কার্যকর করা হবে।