বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর তথ্য ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মাহফুজ আলম বলেন, “গণমাধ্যমকে সত্য প্রচারের পাশাপাশি গুজব ও অপপ্রচার মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, “গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।”
তিনি বলেন, “সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি গণমাধ্যমে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোও প্রচার হওয়া উচিত।”
এ সময় তিনি গত ১৬ বছরে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, “গণমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিষ্ঠা করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে।” তিনি আরও জানান, “গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে গণমাধ্যম মালিক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। আশাকরি, তারা তা করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের মালিক, সম্পাদক এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তারা।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
পরিচালক: কামরুজ্জামান হেলাল।
3180 Braeburn Circle Ann Arbor, Michigan 48108 USAফোন : +1(734) 678-4149
। ই-মেইল: [email protected]
2025 ITV Live All Rights Reserved. Developed By Software Sorcerers.